الأستاذة الشاعرة Priyanka Neogi.....القصيدة...مع الوقت....
দৈনিক প্রতিযোগিতা,
কবিতা:সময়ের সাথে,
কলমে:প্রিয়াংকা নিয়োগী,❤
পুন্ডিবাড়ী,ভারত,
তারিখ:06.11.2022
___________________
সময়ের সাথে বদলায় অনেক কিছু,
বদলে যায় মানুষের চিন্তাভাবনা,
পরিবর্তনশীলতার ধারা বেয়ে,
কখনও আপন পর হয়।
মিনিটের হিসাবে বদলে যায় ভাবমূর্তি,
হিংসার বেড়াজালে।
কখনও অচেনা মানুষ চেনা হয় খুব সহজে,
দিয়ে দেয় সেরা সম্মানটুকু যা আকাঙ্ক্ষার বাইরে।
বৈজ্ঞানিক ভাবনার সমারোহে,
পাল্টেছে যুগ প্রযুক্তির তৎপরতায়,
এগোচ্ছে মানুষ রেষারেষির ভাবনায়।
কিছু মানুষ ব্যস্ত আজ হিংসার আগুণ নিভিয়ে,
মানবতা সহযোগিতার বীজ বুনতে,
বিশ্বাস তাদের সময়ের সাথে হিংসা মুক্ত
সুন্দর মানসিকতার পৃথিবী গড়বে।
____________________
تعليقات